18 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

কাপড় কেনা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক নিহত

চুয়াডাঙ্গায় কাপড় কিনতে গিয়ে দোকানদারের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজেদ হোসেনের ছেলে মোহাম্মদ সজল (২৪) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মামুনুর রহমান (২৫)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়রাডাঙ্গা গ্রামের টিপু সুলতানের মা ছামেনা খাতুন ভালাইপুর বাজারের আশরাফুল হকের দোকানে কাপড় কিনতে যান।

কাপড়ের দরদাম নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দোকানদার ছামেনা খাতুনকে দোকান থেকে বের করে দেন। ছামেনা খাতুন বিষয়টি ছেলে টিপু সুলতানকে জানালে সে বন্ধু সজল, মামুন ও পলাশকে নিয়ে ওই দোকানে যান।
সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টাকালে দোকানদারের পক্ষে সদর উপজেলার হুচুকপাড়া গ্রামের আকাশ (২৩), সানোয়ার (৫৫), শান্তি (৪৫) ও জাহাঙ্গীর (৩৫) নামের চারজন তাদের ওপর ধারালো ছুরি নিয়ে হামলা করে। এতে সজল ও মামুন জখম হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রহমানেরও মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান জানান, মৃত দুইজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। এদের মধ্যে সজল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

অপরদিকে চিকিৎসাধীর অবস্থায় মামুনুর রহমানের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

banglarmukh official

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

banglarmukh official