পটুয়াখালীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমরান খান (১৯) নামের এক তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বাউফল উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে বাউফলের কাছিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার বায়েজিদুর রহমান। দণ্ডপ্রাপ্ত ইমরান কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামের আলম খানের ছেলে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাছিপাড়া আব্দুর মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই কলেজে আসা-যাওয়ার পথে হয়রানি করতেন ইমরান।
আজ সকালে কলেজে যাওয়ার পথে তাকে আবারও উত্ত্যক্ত করেন। এ সময় ওই ছাত্রী লোকজন জড়ো করলে এলাকাবাসী বখাটেকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।