বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতারা।
বুধবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র কেনেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করীম।
এ সময় মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন তার সঙ্গে ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর আফজালুল করীম বলেন, “আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবত) পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামী ১৬ মে জমা দেব।”
আফজাল বলেন, “নির্বাচন কর্মকর্তা আমাদের আচারণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারণবিধি মেনে কাজ করব।”
রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বুধবার) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। ১৮ মে মনোনয়নপত্র বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্ধ। ১২ জুন ভোট গ্রহণ হবে।