27 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা!

সাংগঠ‌নিক কার্যক্রম তরা‌ন্বিত করার জন‌্য ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের কমি‌টি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ মে) রা‌তে ছাত্রলী‌গের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলী‌গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ব‌লেন, তিন মা‌সের জন‌্য বরিশাল মহানগর ছাত্রলী‌গের ক‌মি‌টির অনুমোদন দেয়া হ‌য়ে‌ছি‌ল। দেশরত্ন শেখ হা‌সিনার নি‌র্দেশনা অনুযায়ী সংগঠ‌নের কার্যক্রম ত্বরা‌ন্বিত কর‌তে এ ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে।

২০২২ সালের ২৩ জুলাই রইস আহ‌ম্মেদ মান্নাকে আহ্বায়ক করে ৩২ সদস্যের তিন মাসের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটি অনুমোদনের পর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ লাইভে বলেছিলেন, তার হয়ে কাজ করায় কমিটির পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। পদ পাওয়ার পরে পূর্বের থেকেও নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ। সর্বশেষ আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ না করতে কর্মীদের মারধর ও পিস্তল ঠেকিয়ে হুমকি ধামকি দেন । পরপর দুটি ঘটনার সূত্র ধরে ১৪ মে রাতে মেয়র সাদিক অনুসারী মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহ‌ম্মেদ মান্না সহ ১৩ জনকে মেয়রের বাসার পিছন থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এরপরই মূলত কমিটি বিলুপ্তির ঘোষণা এলো। এদিকে বরিশাল মহানগর ছাত্রলীগ এর এই কমিটি বিলুপ্তির ঘটনা প্রকাশের পরপরই বরিশাল নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও আঃলীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের অনুসারী ছাত্রলীগ নেতা কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার: ব্যারিস্টার সুমন

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

banglarmukh official

৬০ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় সালমান এফ রহমানের তথ্য চেয়ে দুদকের চিঠি

banglarmukh official

৪৩তম বিসিএস ও ৮০৩ এসআই নিয়োগ বাতিল দাবি বিএনপির

banglarmukh official

কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official