বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় এক কিলোমিটার সড়কের সংস্কার কাজ বন্ধ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। হাজজিং বাসিন্দারদের তোপের মুখে সিটি করপোরেশন এ কাজ বন্ধ রেখেছে বলে জানিয়েছে স্থানীয়রা। ফলে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগের শেষ নেই পথচারীদের।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে রূপাতলী হাউজিং এলাকার পৌনে এক কিলোমিটার সড়কে সংস্কার কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৮৬ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পান ঠিকাদার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহামুদ তারিক।
স্থানীয় বাসিন্দা বজলুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিচু করে ড্রেন নির্মাণ করায় বর্ষার সময় সড়ক পানিতে তলিয়ে যাবে। এ কারণে নির্মাণ কাজে বাধা দেয়া হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাফিন মাহামুদ তারিক বলেন, সড়কের কাজ শুরু করে ঢালাই করার সময় ড্রেন নিয়ে হাউজিংয়ের বাসিন্দারা বাধা দেয়ার পর বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে অভিযোগকারীদের সাথে আলোচনায় বসেন তাঁরা। এরপর ড্রেন উঁচু করে নির্মাণ করে পুনরায় টেন্ডার দেয়ার সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। এ কারণে পাঁচ মাস ধরে উন্নয়ন কাজ থেমে রয়েছে।
গৃহায়ন ও গণপূর্তের (হাউজিং) এর উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, হাউজিংয়ের ভিতরে সড়কগুলো সংস্কারের জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। তবে সিটি করপোরেশন প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু করে বন্ধ রাখায় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
নিবার্হী প্রকৌশলী আবুল বাশার জানান, সড়কের কাজটি কয়েকবার পরিদর্শন করা হয়েছে। হাউজিংয়ে আরো কয়েকটি ক্ষতিগ্রস্থ রাস্তা রয়েছে, সেগুলো টেন্ডারের মাধ্যমে নির্মাণ করা হবে।