নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ ই সেপ্টেম্বর নানা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। বৃহত্তর সংগঠন টি সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এক বিবৃতিতে কর্মসূচির কথা নিশ্চিত করেন।
কর্মসূচিগুলো হলো সকাল ৭ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও দলীয় সংগীত পরিবেশন। সকাল ৮ টায় ধানমন্ডি ৩২ নং এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল দশটায় বঙ্গবন্ধু ২৩ এভিনিউ থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালী। সকাল ১০ঃ৩০ এ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা