29 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
পটুয়াখালী বরিশাল

পটুয়াখালীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে ৪০০টি ফেনসিডিল, মাদক বিক্রির ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই রাতেই তাদের দুমকি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী এলাকায় অভিযান চালায়। অভিযানে আবদুল মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের মহসিন শেখ (৩৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে তাদের ঘর তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

কলাপাড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

banglarmukh official