বরিশাল॥ বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান বলেছেন, বরিশাল বিভাগের সকল পূজা মন্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা প্লান গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। এছাড়াও পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য এবং তদারকি কর্মকর্তাগণকে সকলের সাথে সমন্বয় সাধন করে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনে নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের এই উপ-মহাপরিদর্শক।
এসময় বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।