“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রবিবার বরিশালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জিয়াউর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. সড়ক বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অনন্য কর্মকর্তাবৃন্দরা।
দিবসটি উপলক্ষে প্রথমেই সার্কিট হাউজ প্রাঙ্গনে একটি র্যালী বের হয়। পরে বেলুন ফেস্টুন উড়ানো হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।