বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা এবং ৪ কেজি গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। গত সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পৃথক এই অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নগরীর চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ শেখ মাহবুব (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাহবুব সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া এলাকার বাসিন্দা মৃত শেখ আহাদুল্লাহর ছেলে।
এদিকে বিএমপির বিমানবন্দর থানার একটি দল সকালে বাবুগঞ্জের মাধবপাশার ইউনিয়নের পশ্চিম পাংশা ইউরেকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩০) ও মো. মামুন হাওলাদার (৩৫) নামে দুইজনকে আটক করে। আটক সোহেল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী এলাকার আলী আকবর হাওলাদারের এবং মামুন ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার বরফকাঠী এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে।
এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।