33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ঘরের মেঝেতে গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর জর্ডন রোড এলাকা থেকে ইশরাত জাহান নামে এক গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ভোরে ছাপাখানার কাচামাল ব্যবসায়ী আওলাদ হোসেনর ঘরে এ ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান দুই সন্তানের জননী।

আওলাদ হোসেন জর্ডন রোডের একটি তিন তলা ভবনে দুই ছেলে-মেয়ে নিয়ে থাকতো। এছাড়া গত ২ মাস ধরে তার বোনের মেয়ে কলেজ ছাত্রীও বসবাস করছে।

নিহতের স্বজনরা জানায়, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন আওলাদ হোসেনের স্ত্রী ইশরাত জাহান। এর পরপরই একটি শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান। এ সময় তিনি চিৎকার দিলে ঘরের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে ওই ভবনের অন্যান্যদের সহযোগিতায় তাকে হাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপিলটন পুলিশর উপ-কমিশনার আলী আশরাফ জানান, বিষয়টি দুর্ঘটনা মনে হচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official