বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ যাত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়- ৩০ ডিসেম্বর রাত সাড় ৭ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতুর ঢালে অজ্ঞাত এক বাইসাইকেল আরোহীকে পিছন থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদসহ পুলিশের টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, নিহতের সন্ধান পাওয়া যায়নি।
অপরদিকে রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় ঢাকা থেকে বরিশালগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন, ১৯-৭৪৭১) ইচলাদী বাসস্ট্যান্ডের আবু তালেব ফকিরের দোকানের সামনে থামিয়ে রাখা মাহেন্দ্র গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। যার ফলে মাহেন্দ্র গাড়ির ৩ জন যাত্রী আহত হয়।
আহতরা হলেন- আটিপাড়া গ্রামের আঃ গনি হাওলাদারের ছেলে মাহবুব হাওলাদার(৪০), ধামসর গ্রামের আবুবক্কর খানের ছেলে বেল্লাল হোসেন (৪০), মুন্ডপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে হিরন হাওলাদার (৪৫)।
আহতদের মধ্যে মাহবুব হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকীরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।