‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আইনটি প্রণয়নের পর থেকে দুই বছর পর পর মেয়াদ বাড়ানো হতো। সর্ব শেষ ২০২৪ সালের ৯ এপ্রিল পর্যন্ত মেয়াদ ছিল।
মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, এটি স্থায়ী আইন হিসেবে থাকবে। আর মেয়াদ বাড়ানো লাগবে না।
আইনটির আর কোনো পরিবর্তন হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
জননিরাপত্তা বিভাগ থেকে বলা হয়, এ আইনের অনেক সুফল আছে। অপরাধীদের শাস্তি নিশ্চিতে এ আইন কাজে লেগেছে।