25 C
Dhaka
ফেব্রুয়ারি ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ রাজণীতি

আলোচিত মেয়র সূচনাকে অপসারণ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) আলোচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনাকে দায়িত্ব ও পদ থেকে অপসারণ করা হয়েছে।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশে দেশের মোট ১২টি সিটি করপোরেশন মেয়রকে অপসারণের বিষয় উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুরের শাহিন মিয়ার ছেলে মাসুম মিয়াকে আওয়ামী লীগের লোকজন কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় করে একটি হত্যা মামলা করা হয়।

জানা যায়, এ বছরের ১০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে তাহসীন বাহার সূচনা। গেজেট প্রকাশের পর ৮ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিন মাসের বেশি সময় সূচনা দায়িত্বে ছিলেন। তার দায়িত্বকালীন সময়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ১১ কাউন্সিলরকে সিটি করপোরেশনের বরাদ্দ দেওয়া থেকে বঞ্চিত করা হতো বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কুমিল্লা থেকে আত্মগোপনে চলে যান তাহসীন বাহার সূচনা।

সম্পর্কিত পোস্ট

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানালেন রিজভী

banglarmukh official

পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু

banglarmukh official

বিএনপিতে আ.লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official