28 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বরিশাল জেলার গৌরনদীতে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

রোববার (২৫ আগস্ট) বেলা দেড়টার দিকে গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বেজহার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সুমি আক্তার (৩০) ও তার ছেলে আজমাইন (৪)। নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী।

এ খবর নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা গৌরনদী হাইওয়ে থানার এসআই জামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের (মাহিন্দ্রার) মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনায় মাহিন্দ্রাটি সামনের দিক থেকে দুমড়ে মুচড়ে যায়।

মাহিন্দ্রায় থাকা আরও ৬-৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মা-ছেলের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, ঘটনার পর পরই দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে সড়ক স্বাভাবিক, গাড়ি চলাচল করছে।

সম্পর্কিত পোস্ট

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

banglarmukh official

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official

সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক

banglarmukh official