কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের আরাগ রোডের বন্যার পানিতে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় স্রোতের পানিতে ভেসে গিয়ে হাসিব নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত হাসিব (১০) সাদকপুর নোয়াপাড়া প্রবাসী নুরুল আলমের ছেলে। তার মা হাসিনা বেগম দুই ছেলেকে নিয়ে বুড়িচং সদর আরাগ রোডের মাথায় তাহের সরদারের ভাই আবুল বাসারের বাড়িতে ভাড়া থাকেন। সে বুড়িচং সালাফিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ওসি খন্দকার আবুল হাসানাত জানান, মৃত্যুর বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
এদিকে নিহত শিক্ষার্থী হাসিবের লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি সাদকপুর নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।