31 C
Dhaka
অক্টোবর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

ক্রিকেটে বিরল ঘটনা, ১৩৭ বলে রান ০!

ক্রিকেটে অনেক অদ্ভুত ঘটনারই দেখা মেলে। তবে ইংল্যান্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগে ব্যাটার ইয়ান বেস্টউইক যে কাণ্ড ঘটিয়েছেন, তা রীতিমত অবিশ্বাস্য। নিজের দল ডার্লি অ্যাবির হয়ে ইনিংস শুরু করতে নেমে ১৩৭ বল খেলেছেন তিনি, কিন্তু এতসংখ্যক বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার।

বেস্টউইকের এই অদ্ভুতুড়ে ইনিংসে ভর করে মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে মিকেলওভারের তৃতীয় একাদশ। তারা ৩৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ৪৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে মাত্র ২১ রান সংগ্রহ করে।`

ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। অর্থাৎ, ৪৫ ওভারের মধ্যে প্রায় ২৩ ওভার একাই ব্যাট করে কোনো রান সংগ্রহ করেননি তিনি।

অপর ওপেনার উইলিয়াম কাটিং ১৪ বলে ৮ রান করেন। রাইলি ফিৎজপ্যাট্রিক আউট হন রানের খাতা না খুলেই। টমাস বেস্টউইক ৭১ বলের মধ্যে ৭০টিই ডট খেলেন, ১টি বাউন্ডারির সাহায্যে করেন ৪ রান। আর ৩৪ বলে কোনো রান না করে অপরাজিত ছিলেন ডার্লি অ্যাবির নিকোলাস কাটিং। ডার্লি অ্যাবির এমন রহস্যময় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

সম্পর্কিত পোস্ট

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

banglarmukh official

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

banglarmukh official

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

banglarmukh official

অর্ধেকের বেশি কমতে যাচ্ছে সাকিবের বেতন

banglarmukh official