এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

হৃার্দিককে ভুলতে পারছেন না নাতাশা

ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে নাতাশা স্ট্যানকোভিচের। বিচ্ছেদের পর নিজের দেশ সার্বিয়ায় চলে যান নাতাশা।

মাসখানেক সার্বিয়ায় থেকে মুম্বাইয়ে ফিরেছেন নাতাশা। ভারতে তার এই ফেরা নিয়ে অনেক গুঞ্জন রটেছে। অনেকে বলছেন হয়তো পান্ডিয়াকে ভুলতে পারছেন না নাতাশা।

এই তারকা জুটির বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা। শোনা যায়, হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না।

বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন নাতাশা। হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টাও করেছেন নাতাশা। বারবার চেষ্টা করেও সফল হতে পারেননি।

২০২০ সালের মে মাসে বিয়ে করেন নাতাশা ও হার্দিক। তাদের ঘরে আসে পুত্রসন্তান অগস্ত্য। ২০২৪ সালের জুলাইয়ে তারা বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

এই মুহূর্তে ছেলেকে নিয়ে মুম্বাইয়ে রয়েছেন নাতাশা। হার্দিকের বাড়িতে ছেলের যাতায়াত রয়েছে। এবার দেশে ফিরতে কখনো শরীরচর্চা কেন্দ্রের বাইরে কখনো রূপটান কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে নাতাশাকে।

এবার তিনি একটি নাচের ভিডিও দেন। যার কথা খানিকটা এমন- ‘এবার মেয়েটাকে মুক্ত করো।’ হার্দিকের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এসেছেন নাতাশা। বিচ্ছেদের পরও সেই ধারাই বজায় রাখলেন প্রাক্তন তারকাপত্নী!

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official