ডিসেম্বর ৫, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না: ঐশ্বরিয়া

বলিউডের অন্যতম তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।১৯৯৪ সালে তিনি বিশ্ব সুন্দরীর খেতাব পান। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবিতে অভিনয়ের সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। এরপর তারা বিয়ে করেন। ২০১১ সালে মেয়ে আরাধ্যার জন্ম হয়।

যাকে নিয়ে একের পর এক ছবির পরিকল্পনা করে ফেলতেন পরিচালকেরা, আর প্রযোজকেরাও তাকে চাইতেন প্রজেক্টে।কিন্তু সন্তান নেওয়ার পর ঐশ্বরিয়াকে সেভাবে পর্দায় আর ফিরে পাওয়া হলো না। হাতে গোনা কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন তিনি। তবে কি বচ্চন পরিবারে বিয়ে হওয়াই হলো কাল?

মেয়ে আরাধ্যার জন্মের পর থেকেই ঐশ্বরিয়াকে নিয়ে শুরু হয়ে যায় নানান বিতর্ক। রাতারাতি ওজন বাড়িয়ে অনেকের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যদিও ঐশ্বরিয়া তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, শরীরে মেদ বাড়ায় বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না আমি। যারা করেন- আমার মনে হয়, তাদের এসব ড্রামা পছন্দ হয়। তবে আমি ব্যস্ত ছিলাম আমার বাস্তব জীবন নিয়ে ও আমার সন্তানকে নিয়ে। আমি সাধারণ একটা মেয়ের জীবনযাপন করতে চেয়েছিলাম। যা ইচ্ছে করেছে খেয়েছি, নিজের ইমেজের কথা মাথায় না রেখে, কেবল মনের কথা শুনেছি, সন্তানের যত্ন নিয়েছি।

ঐশ্বরিয়ার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছিলেন স্বামী অভিনেতা অভিষেক বচ্চনও। তিনিও জানিয়েছিলেন, ঐশ্বরিয়া ছিলেন বলেই তাদের কন্যা আরাধ্যা ভালোভাবে মানুষ হচ্ছে। কাজ কমিয়ে মেয়েকে সময় দেওয়ার এই আত্মত্যাগকে বাহবা জানিয়েছিলেন অভিষেক। এটাও বলেছিলেন, ‘আমি ঐশ্বরিয়ার কাছে চিরকৃতজ্ঞ। খুব সুন্দরভাবে আমাদের মেয়েকে মানুষ করছে ও।’

সম্পর্কিত পোস্ট

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official

বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন চাই না: ভূমি পেডনেকর

banglarmukh official

দীপিকা-রণবীরের কন্যার ছবি তুলে ব্যবসা করতে চান উরফি

banglarmukh official

তাপসের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন ঐশী

banglarmukh official

বিয়ের ৮ মাসে মা হওয়া নিয়ে কটাক্ষ, জবাবে যা বললেন শ্রীময়ী

banglarmukh official