ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় আরও ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় মোট মৃতের সংখ্যা ৪১,৭৮৮ জনে পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
চলমান আক্রমণে ৯৬,৭৯৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানানো হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ৮টি পরিবারের ওপর হামলা চালিয়ে ৯৯ জনকে হত্যা করেছে এবং ১৬৯ জনকে আহত করেছে। এখনও অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন। তবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
এই আক্রমণের ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।
ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি