ঝালকাঠিতে দুই মন্দির কমিটি দ্বন্দ্বে দুর্গা মন্দির ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর শুনে ঝালকাঠি সদর থানার এসআই আশিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্গা মন্দির কমিটির সভাপতি সুব্রত হাওলাদার বলেন, বিগত আট বছর ধরে এই স্থানে দুর্গা মন্দির স্থাপন করে পূজা করে আসছি। কিছুদিন যাবত পার্শ্ববর্তী ৬/৭ হাত দূরে লোকনাথ মন্দিরের সমর্থকদের সঙ্গে বিরোধ চলে আসছিল। তারা দুর্গা মন্দিরটি ভেঙে ফেলতে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। এনিয়ে এলাকায় একাধিক বৈঠকও হয়েছে। কিন্তু আমরা মন্দিরটি ওই স্থানেই রাখার পক্ষে বলে আমাদের মতামত জানিয়ে দিয়েছি। বুধবার দুপুরে লোকনাথ মন্দির কমিটির সমর্থক সুজিত মিন্ত্রী দুর্গা মন্দিরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। আমরা থানায় অভিযোগ দিয়েছি।
অপরদিকে অভিযুক্ত সুজিত মিন্ত্রী মন্দিরটি ভাঙার কথা স্বীকার না করলেও তিনি পরিত্যক্ত মন্দিরটি ওই স্থান থেকে সরিয়ে দেয়ার কথা স্বীকার করেন। বলেন পার্শ্ববর্তী নির্মানাধীন লোকনাথ মন্দিরের এক পার্শ্বে দুর্গা মন্দিরের জন্য একটি কক্ষ বরাদ্দ করে দেয়ায় ওই পরিত্যক্ত ঘরটি দরকার ছিল না। তাই ওই ঘরটা সরিয়ে ফেলেছি। দুর্গা মন্দিরের টিন দিয়ে লোকনাথ মন্দিরে ছাউনি দেয়া হবে।
লোকনাথ মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ ব্যাপারী বলেন, আমার উপস্থিতিতে সুজিত পরিত্যক্ত দুর্গা মন্দিরটি সরিয়ে ফেলেছেন।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানা ওসি তদন্ত মো. তাহের বলেন, খবর পেয়ে আমি এসআই আশিকুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি।