ডেস্ক রিপোর্ট :
বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে রুপাতলি হাউজিং এলাকা থেকে তাকে আটক করে। কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই শামীম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপাতলী হাউজিং এলাকা থেকে ১২০ পিচ ইয়াবাসহ আবুল হোসেনের স্ত্রী পারভীন বেগম ওরফে সাথী (৩২) কে আটক করা হয়েছে।
সাথীর গ্রামের বাড়ি বাবুগঞ্জের লোয়ালীয়া এলাকায়। তিনি রুপাতলী হাউজিং এলাকার ইউনুস ভিলায় ভাড়া থাকে। আটককৃত পারভীন বেগম ওরফে সাথীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই শামীম, এএসআই সুমন, এএসআই শরিফ।