30 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশাল আদালত পেলো নতুন জিপি-পিপি-এপিপি

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে নতুন সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বরিশাল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

ওই তালিকা পেয়ে বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রকাশিত তালিকায় ১৪৫ জনের নাম রয়েছে।

প্রকাশিত তালিকায় সরকারি কৌঁসুলি (জিপি) হলেন এবিএম ফজলুল হক।

এছাড়া অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে রয়েছেন চারজন। এরা হলেন মো. মাহমুদ হোসাইন আল-মামুন, মো. জোবাইদুল ইসলাম খান (সবুজ), মো. জাহিদ হোসেন লিটন এবং মো. আবুল খায়ের। এছাড়া সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ১৫ জন আইনজীবী।

অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন আবুল কালাম আজাদ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন আব্দুল মন্নান মৃধা। এ ট্রাইব্যুনালে একজন অতিরিক্ত ও একজন সহকারী পাবলিক প্রসিকিউটর দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি হয়েছেন এইচএম মজিবুর রহমান সবুজ। এ আদালতেও একজন অতিরিক্ত ও একজন সহকারী পাবলিক প্রসিকিউটর দেয়া হয়েছে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি হয়েছেন মো. মহসিন মন্টু। এ ট্রাইব্যুনালে একজন অতিরিক্ত পিপি দেয়া হয়েছে।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি হয়েছেন মো. শহিদ হোসেন। এ ট্রাইব্যুনালে একজন অতিরিক্ত পিপি দেয়া হয়েছে।

মানব পাচার ট্রাইব্যুনালের বিশেষ প্রসিকিউটর হয়েছেন মো. লিয়াকত আলী খান। এ ট্রাইব্যুনালেও একজন অতিরিক্ত বিশেষ প্রসিকিউটর দেয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি হয়েছেন কাজী বশির উদ্দিন।

সাইবার ট্রাইব্যুনালে পিপি হয়েছেন এস.এম. সাদিকুর রহমান লিংকন। এ ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপির নিয়োগপ্রাপ্ত হয়েছেন মো. শাহ আলম।

এছাড়াও বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে ২১ জনকে অতিরিক্ত পিপি ও ৮৮ জনকে সহকারী পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়।

এ বিষয়ে সদ্য নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। যা নিয়ে সবাই খুশি।

অপরদিকে নিজের চাহিদা অনুযায়ী আদালত না পেলেও কেউ অখুশি নয় বলে জানিয়েছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মন্টু।

সম্পর্কিত পোস্ট

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

banglarmukh official

বরিশালে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official