এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

চোটের পর পদ্ম কি এখন সুস্থ, যা বললেন পরীমনি

গুরুতর চোট পেয়েছিল ঢালিউড অভিনেত্রী পরীমনির ছেলে পদ্ম। চোখ ফুলে বন্ধ হয়ে গিয়েছিল তার। দ্রুতই হাসপাতালে নিয়ে যান অভিনেত্রী। গতকাল রোববার দেখা গেছে, পদ্ম মায়ের সঙ্গে নৌকায় চেপে ছুটির মেজাজে।

যারা কয়েক দিন আগে পদ্মকে দেখেছেন, তারা আঁতকে উঠেছিলেন। গুরুতর চোট পেয়ে পরীমনির একরত্তি সন্তানের ডান দিকের চোখ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তড়িঘড়ি ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটে যান। পাঁচ দিনের মাথায় সেই ছেলে মায়ের সঙ্গে সকাল সকাল মাঝ নদীতে, নৌকাবিহারে!

শুধু নৌকাবিহার হলেও কথা ছিল, রীতিমতো খেলনা নিয়ে লম্ফঝম্প শুরু করে দিয়েছে পদ্ম। যাদেরই দেখছে, মামা সম্বোধন করছে। দেখে শুনে এ অভিনেত্রীর দাবি— সবাই ওর মামা।

পদ্ম কীভাবে চোট পেয়ে চোখে আঘাত পেয়েছিল? মারাত্মকভাবে তার চোখ ফুলে গিয়েছিল? অথচ পরীকে তার বাড়ির কেউ সদুত্তর দিতে পারেননি, যা অভিনেত্রী পরে সামাজিকমাধ্যমে লেখেন। তিনি যে পরিজনদের আচরণে হতাশ, সে কথাও স্পষ্ট ভাষায় লিখতে ভোলেননি। এর তিন দিন পরেই অবশ্য পদ্ম উঠে বসেছে। হাতে দুধের গ্লাস নিয়ে সাইকেলে চেপে বনবন চক্কর কেটেছে বাড়ির ভেতরেই। রোববার সে মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েছে।

মা-ছেলের ভ্রমণের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির পাতায় ভাইরাল। সম্ভবত মাঝ দরিয়ায় দাঁড় করানো নৌকাটি। ছোট ছোট ঢেউ নৌকার গায়ে এসে পড়ছে। তাতে অল্প দুলে উঠছে সেটি। শীত শুরুর মিঠে রোদের আমেজ গায়ে মেখে পদ্ম রকমারি খেলনা নিয়ে মেতে উঠেছে খেলায়। খেলতে খেলতেই একসময় সে পরীমনির সহকারীর কোলে। তাকেই তার ‘মামা’ সম্বোধন।

পরীর দাবি, তিনি ছেলেকে এই সম্বোধন সেখাননি। ছেলে নিজের বুদ্ধিতেই যে কোনো পুরুষকে মায়ের ভাই পাতিয়ে নিচ্ছে!

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official