24 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

আমেরিকার প্রেসিডেন্ট হতে আমি প্রস্তুত: কমলা

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াই চলছে আমেরিকায়। ভোটারদের নিজের দিকে টানতে মরিয়া ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ভোটের আগের দিনের প্রচারে ফিলাডেলফিয়ার মঞ্চে শেষ বক্তৃতার শুরুতেই কমলা নিজ সমর্থকের ধন্যবাদ জানান।

এরপর কমলা হ্যারিস বলেন, ‘আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে আমি প্রস্তুত আছি।’

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ প্রচারণায় অংশ নিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন ডেমোক্রেট দলের এই প্রেসিডেন্ট প্রার্থী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

কমলা হ্যারিস বলেন, আমেরিকাকে দেখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের প্রচারাভিযান আমেরিকার জনগণের উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী এবং আমরা একসঙ্গে যা করতে পারি তা নিয়ে আমরা বেশ উত্তেজিত।

যদি তিনি নির্বাচিত হন তাহলে এবারই প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পাবেন আমেরিকার জনগণ। ২০১৬ সালে কমলার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে ইলেক্টোরাল ভোটে পরাজিত হন প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।

তিনি আশা করেন, আমেরিকার জনগণ এবার তাকে নির্বাচিত করে এক নয়া ইতিহাসের দ্বার উন্মোচন করবেন।

কমলা বলেছেন, যুক্তরাষ্ট্রের এক দশকের রাজনীতির পাতা উল্টানোর এক বিশাল সুযোগের কাছাকাছি রয়েছে আমেরিকার জনগণ। তাকে নির্বাচিত করার মাধ্যমে ভয় ও বিভাজনের রাজনীতির ইতি টানবে জনগণ।

যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হয়। এই ভোট আবার ২০২৫ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গণনা করা হবে। সেদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট। তিনি ২০ জানুয়ারি শপথ নিয়ে পাকাপাকিভাবে হোয়াইট হাউসে বসবেন।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official