এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলন হয়নি: সারজিস আলম

যৌক্তিক সংস্কার শেষেই অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এ সময় তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন হয়নি।

পাশাপাশি এক বছরে মধ্যে সংস্কার সম্ভব না জানিয়ে সারজিস বলেন, যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

শনিবার সিলেটে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকাল থেকেই সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে আসতে শুরু করেন শহিদ পরিবারের সদস্যরা। পরে একে একে তাদের হাতে তুলে দেওয়া হয় পাঁচ লাখ টাকার সহায়তার চেক। সহায়তা পেয়ে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জানান শহিদ পরিবারের সদস্যরা।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আন্দোলনে নিহত পরিবারগুলোর পাশে সব সময় থাকবে ফাউন্ডেশন। পাশাপাশি আহতদেরও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সিলেটে ১৮ পরিবারের বাইরে বাকি শহিদদের তথ্য হালনাগাদ করে সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official