বগুড়ার ধুনটে এক রিকশাচালককে বিদেশ পাঠানোর প্রলোভনে ঢাকায় প্রেরণ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ মামলায় দুলাল হোসেন (৪৬) নামে এক আদম বেপারিকে গ্রেফতার করা হয়েছে।
আদালতের নির্দেশে সোমবার রাতে ধুনট থানায় মামলা রেকর্ড ও উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকা থেকে একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকালে ওসি সাইদুর রহমান জানান, শিগগিরই ঢাকায় বসবাসকারী ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে।
পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, পেশায় আদম বেপারি দুলাল হোসেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের তফিজ উদ্দিন আকন্দের ছেলে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর এক রিকশাচালকের স্ত্রী। দুলাল হোসেন ওই রিকশাচালককে কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেন ও তার বাড়িতে যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তার সঙ্গে রিকশাচালকের পরিবারের সুসম্পর্ক গড়ে উঠে। দুলাল হোসেন কাগজপত্র তৈরির নামে কৌশলে রিকশাচালককে ঢাকায় পাঠিয়ে দেন।
এ সুযোগে তিনি গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আড়কাটিয়া আশ্রয়ণ পল্লিতে যান। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে দুলাল হোসেন চাকুর মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূ চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দুলাল হোসেন কৌশলে সটকে পড়েন।
গৃহবধূ গত ২৬ নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে রেকর্ড করতে ধুনট থানার ওসিকে নির্দেশ দেন। সোমবার সন্ধ্যার আদালতের আদেশ ধুনট থানায় পৌঁছে। এরপর পুলিশ উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি দুলাল হোসেনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকালে ওসি সাইদুর রহমান জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।