কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে (২১) প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ৭ অভিযুক্ত ধর্ষকের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ফুলবাড়ী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। বিকালে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের মইনুল হক, হাসানুর রহমান (২০), চর বড়লই গ্রামের ইয়াকুব আলী, সোহেল রানা (২১) ও হাজীটারী গ্রামের লাল মিয়া (৪০)।
এছাড়া চর বড়লই গ্রামের আতিয়ার রহমান (৩৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানার আল আমিন (২০) পলাতক রয়েছে।