চট্টগ্রামে ভয় দেখিয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মজিদ (৪৯) নামের এক কর্ভাডভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ বছর বয়সী ওই কিশোরী শনিবার তার সৎ বাবাকে আসামি করে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। এরপর তাকে গ্রেফতার করা হয়।
আসামি মোহাম্মদ মজিদ (৪৯) কভার্ডভ্যান চালক। তিনি নগরীর মোগলটুলি এলাকায় কাটা বটগাছ মোড়ে ভাড়ায় বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, ১০ থেকে ১২ বছর আগে মজিদ ওই কিশোরীর মাকে বিয়ে করেন। বিয়ের পর ওই কিশোরীও মজিদের পরিবারের সঙ্গেই থাকত। তার মা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। মা কাজে বাইরে গেলে মেয়েটিকে মজিদ ভয় দেখিয়ে গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে নিজঘরে ধর্ষণ করেন।
পুলিশ আরও জানায়, ওই মেয়ে অভিযোগ করেছে, ধর্ষণের কথা কাউকে বললে মা ও মেয়েকে মেরে ফেলার হুমকি দিত মজিদ। শুক্রবার ওই কিশোরী অসুস্থ হলে তার মা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন কিশোরীটির অন্তঃস্বত্তা হওয়ার বিষয়টি ধরা পড়লে ঘটনা প্রকাশ হয়ে যায়।