জেলা যুবদল কমিটি গঠনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপি অফিসে তালা মেরে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা গত ১ জুন জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।
এর প্রতিবাদে আজ সোমবার সকালে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি নিজেই নেতা-কর্মীদের নিয়ে বিএনপি অফিসে তালা মেরে দেন। পরে অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাইরুল বাসার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ময়েজ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিরুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আওয়াল আলী, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বাবর আলী রুমন, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সভাপতি শহীদুল ইসলাম ওদুদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি ওমর ফারুক রানা, সহ- সভাপতি গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।
বিক্ষোভ চলাকালে যুবদলের এধরণের কমিটি গঠনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের এই কমিটি বাতিল করে সকল নেতা-কর্মীদের গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন জেলা যুবদল কমিটি গঠনের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, জেলা বিএনপি’র কমিটি ঘোষণার পর থেকেই হারুন-পাপিয়া সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপি’ নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির ব্যাপক দূরত্ব সৃষ্টি হয়েছে এবং জেলা যুবদলের কমিটি হচ্ছে জেলা বিএনপি’র আস্থাভাজন।