এক মাস কাটতে না কাটতেই ঘটল আরেকটি অশ্লীল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে স্বাভাবিক ভাবেই। গত মাসের দ্বিতীয় সপ্তাহে ‘হেদুয়ার বাস কাণ্ড’-এর প্রৌঢ়ের স্বমেহনের ভিডিও সারা ফেলে দিয়েছিল ফেসবুকে।
এরকমই আরেকটি চরমতম অশ্লীলতার নজির পাওয়া গেল একটি মেলায়। নেট দুনিয়ার দাবি, এই ঘটনা হুগলীর চুঁচুড়ার একটি হস্তশিল্প মেলার। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে এক প্রৌঢ়, এক কিশোরীকে একাধিকবার তার যৌনাঙ্গ দিয়ে অশ্লীল ভাবে স্পর্শ করছেন।
কিশোরী অস্বস্তিবোধ করলে তার মাকে ব্যাপারটি বলছে। এরপরে মা ও মেয়ে দুজনের অবস্থান পরিবর্তন করলে ভদ্রলোক কিছু করার সাহস পাননি আর। সোশ্যাল মিডিয়ায়, প্রশ্ন উঠেছে ভিডিওগ্রাফারের নিষ্ক্রিয়তা নিয়ে। কেন তিনি চোখের সামনে সবকিছু হতে দেখেও চুপ ছিলেন এবং ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন?
কিশোরীটিকে অসভ্যতার হাত থেকে একমাত্র বাঁচাতে পারলে সেই ব্যক্তিই বাঁচাতে পারতেন বলেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠেছে।
তবে সেটা ছাপিয়েও যে প্রশ্নটি বড় হয়ে উঠছে তা হল, একবিংশ শতকেও দেশের মেয়েরা এখনও সুরক্ষিত নয় কেন?