এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন ট্রাম্প!

আর মাত্র কয়েকদিন পরেই ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১২ জুন সিঙ্গাপুরে তাদের আলোচনার কথা রয়েছে। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন তিনি।

এ ব্যাপারে বিবিসি’র খবরে বলা হয়, কিমের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের পরপরই কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানানোর বিষয়ে মন্তব্য করেন তিনি।

এ সময় ট্রাম্প বলেন, সম্ভাবনা রয়েছে যে, কিমের সঙ্গে কোরীয় যুদ্ধ নিয়েও কোন সমঝোতায় পৌঁছাতে পারেন তিনি। তবে তিনি জানিয়েছেন, মূল আলোচনা শেষ হওয়ার পরে এই বিষয়ে আলোচনা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, সত্যিকারে যা গুরুত্বপূর্ণ তা শেষ হওয়ার পর এই বিষয়টি আসবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা চায় যে, উত্তর কোরিয়া যেন তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়। ট্রাম্প জানিয়েছেন, সে লক্ষ্য অর্জন করতে একটি বৈঠক যথেষ্ট হবে না। একাধিকবার বৈঠকে বসতে হবে।

সূত্র: বিবিসি

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official