শাহানা সিরাজী :
কাজল রেখা রজত রেখা ঘুমিয়ে আছে যেখানে
তুমি আমি এক জীবনে যাইনি কভু সেখানে।
ভালোবাসার এমন জল বয়ে চলে দুই নদী
তোমার আমার প্রেমের জলে ভাসেনি তো সেই নদী!
কাজল রেখা দিলো ডুব রজত রেখার অন্তরে
রজত রেখা উঠলো কেঁপে সমাজ নামের বন্দরে
রক্তের নাচন একই রকম তবু তারা ভিন্ন জাত
প্রেমের ঘ্রাণে দিশেহারা অকালে তাই প্রাণপাত!
কাজল রেখার কাজল রঙ পালটায় নিতো শোকের জল!
রজত রেখার ধবল রঙ ভাঙা বুকে নামলো ঢল
দুই নদীতে দুইটি ধারা কাজল-রজত একই সাড়া
তোমার আমার ভালোবাসায় কোথায় বলো এমন তারা!
যুগে যুগে প্রেমের হাল উড়িয়ে ছিলো জয়ের পাল
ছাড়লো সেলিম সিংহাসন প্রলয়-প্রণয় কালে কাল
উপাখ্যান তো হয় না আর ভালো লাগার অভিসার
কেমন ভালো বাসো বলো ফেরি ঘাটে হৃদয় যার!
কপোট্রনিক হৃদয় দিয়ে যায় কী আরো বাসা ভালো
ফুলের ঘ্রাণে নকল সুবাস নকল অলির ডানা কালো।
ফুল ফুটিয়ে রঙ লাগিয়ে কে থাকে আর মন বাড়িয়ে
ক্ষণে ক্ষণে উল্টে পাতা নতুন পাতায় যায় ছড়িয়ে।
কাজল- রজত শোন শোন প্রেমে এখন আসে ব্রেক আপ
স্বার্থের স্রোতে নিমজ্জিত তোমাদের প্রেমের নেই যে ছাপ!
সত্যি কথা বলে যায় প্রেমে এখন সুখ নাই
অনুরাগে গাঢ চোখে তাকানোর সেই সময় কই!!