30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল রাজণীতি সাক্ষাৎকার

মোগো স্বপ্ন পূরণ হবে : ধন্যবাদ মা হাসিনা ।

শেখ সুমন :

বঙ্গবন্ধু আমাগো স্বপ্ন দেখিয়েছিল যে স্বাধীন হবে আমাগো এই দেশ। মোরাও স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন পূরণ হইছে। তারপর অনেক স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমাগো কান্দাইয়া চইলা গেল বঙ্গবন্ধু। ভাবছিলাম আর স্বপ্ন দেইখ্যা লাভ নাই। কিন্তু মোগো মা ,শেখ হাসিনা আমাগো অনেক স্বপ্ন পুরা করছে। আজকেও মোর একডা স্বপ্ন পূরন করছে মা শেখ হাসিনা। হেইডা হইলো আমাগো সাদিক আব্দুল্লাহকে নৌকা মার্কা দেছে।

এহন সাদিক জিত্যাই আমাগো বরিশালের ভালো করবো।রাস্তা ঠিক করবে, ড্রেন ভালো করবে, আমাগো সবাইরে খাওয়ার পানি দেবে এই ডাই আমার শেষ স্বপ্ন। আর আমাগো ভাঙ্গা রাস্তায় রিক্সা চালাতে হবে না। ধন্যবাদ আমাগো মা শেখের মাইয়া শেখ হাসিনা।

এভাবেই রিক্সা চালাতে চালাতে এই প্রতিবেদকের সাথে আপন মনে কথা বলেছেন রিক্সা চালক আব্দুর রহিম মিয়া। বরিশাল মহানগরীর সাত নং পলাশপুরের বাসিন্দা আব্দুর রহিম মিয়া। সত্তরের কাছাকাছি বয়সের এই ব্যাক্তি আরো বলেন, জীবনেতো অনেক নেতা দেখলাম। অনেকেই নিজের আখের গুছিয়েছে।কিন্তু মরহুম শওকত হোসেন হিরোন ই এই বরিশালের উন্নয়ন করছে। আর কেউ যদি এই বরিশালের উন্নয়ন করতে পারে সে হচ্ছে সাদিক আব্দুল্লাহ। সেই পারে আমাদের সকলের স্বপ্ন পূরণ করতে।

সেই আমাদের কষ্ট বোঝে। আমি গেছিলাম তার কাছে সাহায্য চাইতে, আমার লগে খুব ভালো ব্যাবহার করছে। যা চাইছি তাই দিছে। আমারে না আরো অনেকেরই দিছে। আমি জানি এই নির্বাচনে হেই জিতবো। মোর ভোটটা হেরেই দিমু।

আগামী ত্রিশে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ থেকে আজ বিকেলে মনোনয়ন দেওয়া হয়েছে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর থেকেই বরিশালের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের হাওয়া বইছে।এখন সকলে অপেক্ষায় আছে ত্রিশে জুলাই নির্বাচনে সাদিক আব্দুল্লাহর জয়।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official