গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত আওয়ামী লীগের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
বুধবার দুপুরে টঙ্গী আউচপাড়া মিত্তিবাড়ি আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে সৌজন্য এ সাক্ষাৎ করেন। এ সময় জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার নিজেদের মধ্যে কুশল বিনিময় ও মিষ্টিমুখ করেন। এখানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত মেয়র মো, জাহাঙ্গীর আলম দল মত এক হয়ে গাজীপুর সিটিকে একটি আধুনিক সিটি করপোরেশন রূপ দেওয়ার জন্য হাসান উদ্দিন সরকারের সহযোগিতা কামনা করেন। এসময় হাসান উদ্দিন সরকার সকল ভাল কাজে তাকে সহযোগিতার আশ্বাস দেন।
গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ লাখ ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, তার তীব্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।