25 C
Dhaka
অক্টোবর ২৪, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা প্রচ্ছদ ফুটবল বিশ্বকাপ ফুটবল

ম্যারাডোনাকে কড়া জবাব ফিফার

রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবল জগত। এরইমধ্যে শেষ আট নিশ্চিত করেছে দলগুলো। প্রতি ম্যাচেই চলছে তীব্র প্রতিযোগিতা। তবে কিছু বিষয় জন্ম দিয়ে বিতর্কের। যার মধ্যে নক আউট পর্বের দ্বিতীয়ার্ধের শুরুতে কলম্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পাওয়া পেনাল্টিকে পুরোপুরি অযৌক্তিক বলে দাবি করেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।

টেলেসুরকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘রেফারির পেনাল্টি আদেশ সবচেয়ে বেশি অবাক করেছে। এটি পেনাল্টি ছিল না। নিজের ভুলেই পড়ে গেছেন হ্যারি কেন। কলম্বিয়া আপিল করা সত্ত্বেও রেফারি কেন ভিএআর ব্যবহার করেননি তা আমার বোধগম্য হচ্ছে না। এ রকম পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তের জন্যই ভিএআর প্রযুক্তির সংযোজন ঘটেছে বিশ্বকাপে। কিন্তু রেফারি এড়িয়ে গেলেন। এ ধরনের ঘটনা দেখার পর চুপ থাকলে চলবে না। প্রতিবাদ করতে হবে।’

এদিকে এ ঘটনার পর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যারাডোনাকে জবাব দিয়েছে ফিফা। জানিয়েছে, ‘কলম্বিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ছিল খুবই কঠিন ও আবেগপূর্ণ। এমন ম্যাচে রেফারির পারফমেন্স নিয়ে সমালোচনা করা পুরোপুরি অমূলক ও বাহুল্য। যেখানে ফিফা সর্বাত্মক চেষ্টা করছে বিশ্বকাপটি সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজন করতে, সেখানে ম্যারাডোনার মতো ইতিহাস সৃষ্টিকারী একজন খেলোয়াড়ের এমন মন্তব্য সত্যিই হতাশাজনক।’

সম্পর্কিত পোস্ট

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

banglarmukh official

সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official