বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ৪৮তম জন্মদিন পালন করেছেন। ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান জয় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু তার নাম রাখেন ‘জয়’। জন্মদিন উপলক্ষে ফেসবুকে দেয়া এক পোস্টে জয় লিখেছেন, মায়ের হাতের সব রান্নাই আমার পছন্দ।
শুক্রবার দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জন্মদিনের অনুভূতি তুলে ধরে পোস্ট দেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আইটি বিশেষজ্ঞ জয় লেখেন, ‘আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
এখন আমার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। মা (শেখ হাসিনা) জিজ্ঞেস করছিল আমার জন্য কী রান্না করবেন। খাওয়া-দাওয়ার ব্যাপারে আমি খুঁতখুঁতে, মা’র হাতের সব রান্নাই আমার পছন্দ।’
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মা-বাবার সঙ্গে জয় জার্মানি হয়ে ভারতে যান। ভারতে তার শৈশব-কৈশোর কেটেছে। ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন।
পরবর্তী সময়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি। ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন জয়। সোফিয়া ওয়াজেদ নামে তাদের একটি মেয়ে আছে।
এবারের জন্মদিনে দেশে পরিবারের সঙ্গে কাটিয়েছেন জয়। তবে তার জন্মদিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না। তবে এদিন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জয়ের জন্মদিনের কেক কাটেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংগঠনটির নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।