21 C
Dhaka
ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য ঢাকা

সাভারে চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

ঢাকা জেলার সাভারের একটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা ও মাইকিং চুরির অভিযোগে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বায়তুন নাজাত তালবাগ কবরস্থান জামে মসজিদে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই যুবকের নাম বাবুল হোসেন এবং তার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার উত্তরপাড়া গ্রামে।

মসজিদ কমিটি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে লোকজন চলে গেলে ওই যুবককে আটক করে মসজিদের মোয়াজ্জিন মো. মোমিন। এ সময় তার ডাকে মসজিদটিতে নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানে রম্যানেজার মো. নুরুজ্জামান ও তার সহকারীরা এগিয়ে আসে। এই সময় যুবককে মসজিদের ঢুকে চুরি করতে দেখে তারা আটক করেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে ওই যুবককে রশি দিয়ে বেঁধে ফেলে এভং গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে যুবক হাত বাঁশের সঙ্গে বেঁধে পুরো এলাকা ঘোরানো হয়। পরে আটক যুবকটিকে মসজিদের সামনে একটি গাছের সাথে কাপড় দিয়ে বেঁধে গণধোলাই দেয়া হয়। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে গণধোলাইয়ের শিকার হওয়া যুবকটি একপর্যায়ে অচেতন হয়ে পড়ে।

এ সময় একটি রিকশাযোগে তাকে সাভার থানায় নেওয়া হয়। কিন্তু থানায় যাওয়ার পথে যুবকটির কোনো সাড়া শব্দ না পেয়ে মৃত ভেবে রিকশাওয়ালা ভয়ে তাকে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মসজিদের ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, ফজরের নামাজ শেষে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মোয়াজ্জিন হুজুর চোর চোর বলে চিৎকার করে। এ সময় আমাদের লোকজন এগিয়ে এসে ওই যুবকটিকে আটক করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে যুবককে হেয় প্রতিপন্ন করার জন্য বাঁশের সঙ্গে বেঁধে এলাকা ঘোরায়। এসময় কিছু লোকজন তাদের লাঠি দিয়ে পেটায় বলেও জানান তিনি।

জানতে চাইলে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ চুন্ন মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কে বা কারা ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে সে বিষয়ে আমরা কিছু জানি না। তবে কিছুদিন আগেও আমাদের মসজিদের একটি মাইক চুরি হয়। সে কারণে হয়তো মোয়াজ্জিন হুজুরসহ অন্যান্যরা যুবকটিকে আটক করেছিলো। এছাড়া ঘটনার পর থেকে মোয়াজ্জিন হুজুর মসজিদে না থাকায় এ বিষয়ে আমরা কেউ পরিষ্কার করে কিছু বলতে পারছি না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির  বলেন, তালবাগ কবরস্থান মসজিদে চোর সন্দেহে হত্যা করা হয়েছে। নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official

জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

banglarmukh official

ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

banglarmukh official

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

banglarmukh official

যেসব স্থানে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে আলু-ডিমসহ ১০ কৃষিপণ্য

banglarmukh official