বিমানবন্দর সড়কের বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল পুরো দেশ। বাদ পড়েনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও। এইরমধ্যে সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন ও বিভিন্ন প্রতিবাদী ছবি। দেখা যাচ্ছে, বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুন। যার একটিতে লেখা আছে, আমরা ৯ টাকায় ১ জিবি চাই না, “নিরাপদ সড়ক চাই।”
এর আগে, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দু’টি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতের শিকার প্রত্যেকেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এরপরই কলেজের শিক্ষার্থীরা র্যাডিসন হোটেলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আর ধীরে ধীরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে।
অন্যদিকে, ‘বিক্ষোভ’ দেখা গেছে ফেসবুকেও। সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন রকমের মন্তব্য করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি, বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুন দেখা যাচ্ছে। সম্প্রতি এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ভাইরাল হয়েছে। যেখানে ফেস্টুন হাতে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর এতে লেখা আছে- আমরা ৯ টাকায় ১ জিবি চাই না, “নিরাপদ সড়ক চাই”।