রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডে বাসের ভাঙা কাচ পরিষ্কার করতে দেখা গেছে দুই শিক্ষার্থীকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইতিবাচক আলোচনা হয়।
রাস্তায় পড়ে থাকা কাচে যেন কোন দুর্ঘটনা না ঘটে- তার জন্য বাড়ি ফেরার আগেই তা রাস্তা থেকে সরিয়ে ফেলে তারা। আর অনেকের মতে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করল আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ বুধবার তৃতীয় দিনের মতো আন্দোলন করে শিক্ষার্থীরা।
কাচ পরিষ্কারের এ ঘটনায় ফেসবুকে কুদ্দুস আফ্রাদ নামের এক ব্যক্তি বলেন, ‘তোমাদের হাতে সমাজের জঙ্গল পরিষ্কার হবে। তোমরা এগিয়ে যাও। জয় বাংলা।’
আব্দুল হালিম নামের একজন লিখেছেন, ‘বিষয়টি সত্যিই অসাধারণ! তোমাদের হাতেই বাংলার জয় হবে।’
জুবাইর চৌধুরী বলেন, দিনভর রাজপথ দখল করে আন্দোলন। বাড়ি ফেরার আগে রাস্তা ঝাড়ু! আন্দোলনের সংজ্ঞাই পাল্টে দিলে তোমরা! তোমাদের মতো শিক্ষার্থীদের জন্য গর্ব হচ্ছে। তোমাদের জন্য ভালোবাসা। জয় বাংলা! তোমাদের হাতে সমাজের জঙ্গলগুলোও পরিষ্কার হবে! এটাই বিশ্বাস।
গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। আজ শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে।